অনলাইন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি, ২০২৪
৮ বছরের সম্পর্ক শেষ হলে ১১০ কোটি ক্ষতি হবে কোহলির
ক্রিকেট ইতিহাসের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক ও তার স্ত্রী বলিউড সুপারস্টার আনুশকা শর্মা দ্বিতীয়বার বাবা-মা হতে যাচ্ছেন।
অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্যই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটিতে রয়েছেন বিরাট কোহলি।
২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি টাকার একটি চুক্তি করেন কোহলি; যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক আলোচিত বিজ্ঞাপনী চুক্তি ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন রটেছে পুমার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে কোহলির। প্রতিবেদনে বলা হয়- কোহলি খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ডের মুখপাত্র হতে পারেন।
পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান।’
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন