reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২৩

মামুলি টার্গেটেও জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডকে মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। অল্প রানের লক্ষ্য সেট করেও কিউইদের চেপে ধরেছেন বাংলাদেশের স্পিনাররা, আভাস পাচ্ছেন জয়েরও। ৮৪ রানে সফরকারীদের ৬ উইকেট ফেলে দিয়েছেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা।

নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন টম ব্লান্ডেল। তাইজুল ইসলামের বলে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়েছেন কিউই তারকা। ৬ বলে মাত্র ২ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৮৪ রান নিয়ে ব্যাট করছে টিম সাউদি বাহিনী। ক্রিজে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস ও সেন্টনার।

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে রান তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদের তোপে ডেভন কনওয়ের পর দলীয় ২৪ রানে কেন উইলিয়ামসনের উইকেটও হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে তাইজুল ইসলামের শিকার হন উইলিয়ামসন। চলতি সিরিজে চার ইনিংসে তৃতীয়বার কেন উইলিয়ামসনকে আউট করলেন তাইজুল। তার টার্ন ও বাউন্সে পরাস্ত হয়ে স্টাম্পড হয়ে ফেরেন কিউইদের সেরা ব্যাটার। ২৪ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। জাকির আক্রমণ শুরু করেন দ্বিতীয় ওভার থেকেই। মুমিনুল তখন হাত খুলতে শুরু করেন কেবল। কিন্তু ১০ রান করার পর অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে মিচেল স্যান্টনারের বলে ড্যারেল মিচেলকে ক্যাচ দেন তিনি। শাহাদাত হোসেন দিপু আগের ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে একশর বেশি বল খেললেও এদিন স্থায়ী হন মাত্র ১১ বল।

মিরপুরের কঠিন উইকেটে ধৈর্য্যের স্বাক্ষর রাখতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। মিরাজ ৩ রান করলেও সোহান আউট হন শূন্য রানে। দুজনকেই শিকারে পরিণত করেন প্যাটেল। নাঈম হাসান ১৯ বলে ৯ রান করে জাকিরকে কিছুক্ষণ সঙ্গ দেন। টাইগারদের আশার বাতি হয়ে টিকে ছিলেন জাকির। কিন্তু তিনিও আউট হন ভুল শট খেলে। ৮৬ বলে ৫৯ রান করেন তিনি। তার ইনিংসে আছে ৬টি চার ও একটি ছয়ের মার। শেষদিকে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম দুজনই পিটিয়ে খেলার চেষ্টা করেন। তাতে ২১ বলে তাইজুল ১৪ ও ৬ বলে শরিফুল করেন ৮ রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৪৪ রানে। একাই ৬ উইকেট তুলে নেন কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল।

প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল টাইগার বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছিলন অদ্ভুতভাবে আউট হওয়া মুশি। জবাবে ৮ রানের লিড নিয়ে গুটিয়ে যায় সফরকারী দল। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৭ রান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রিকেট,বাংলাদেশ,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close