reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

ফিলিপসের ব্যাটে লিড পেল নিউজিল্যান্ড

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর গত ৬ তারিখে শুরু হয়ে দ্বিতীয় এবং শেষ টেস্ট। তবে বৃষ্টির কারণে গতকাল এ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ভেস্তে গেছে আজ তৃতীয় দিনের প্রথম সেশনের খেলাও। তবে বেলা ১২টায় খেলা শুরুর পর কিউইদের ষষ্ঠ উইকেট তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের।

প্রথমে মিচেলকে ফেরানোর পর স্যান্টনারকেও ফিরিয়েছেন নাইম হাসান। তবে এরপরি যেন জ্বলে উঠে কিউই ব্যাটিং। গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে আরো দুই উইকেট হাতে রেখেই লিড নিয়েছে নিউজিল্যান্ড।

আজ খেলা শুরু হওয়ার পর কিউইদের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ডেরিল মিচেল এবং গ্লেন ফিলিপ্স। তবে এ দুজন খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি দলকে। নাইম হাসানের বলে উড়িয়ে মেরেছিলেন মিচেল। তবে দুর্দান্ত এক ক্যাচে মুঠোবন্দী করেন মেহেদী মিরাজ।

এরপর ক্রিজে ফিলিপ্সের সঙ্গী হন মিচেল স্যান্টনার। তবে তিনিও আজ ইনিংস বড় করতে পারেননি। নাইমের বলেই স্লিপে অধিনায়ক শান্তর মুঠোবন্দী হিওয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে অষ্টম উইকেট জুটিতে দলের হাল ধরেন কাইল জেমিসন ও ফিলিপস। এই দুই ব্যাটারের ৫৫ রানের জুটিতে লিডের ভীত পেয়ে যায় সফরকারীরা। দলীয় ১৫২ রানে জেমিসন শরিফুল ইসলামের শিকার হলেও নবম উইকেট জুটিতে কিউইদের লিড নিশ্চিত করেন ফিলিপস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউজিল্যান্ড,ফিলিপস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close