reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৩

১০০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

সিলেট টেস্টের ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের আগে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। হার এড়ালেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করবে টাইগাররা।

মাত্র ১০০ টাকা খরচ করে মাঠে বসে কিউই বধের সাক্ষী হওয়ার সুযোগ দর্শক-সমর্থকদের। এই দামেই ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাচ্ছে।

তবে নর্থ বা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে খরচ করতে হবে ২০০ টাকা। এ ছাড়া ক্লাব হাউজে বসে খেলা দেখতে ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা।

মিরপুর টেস্টে ১০০০ টাকা খরচ করে সর্বোচ্চ পর্যায়ের টিকিট পাওয়া যাচ্ছে। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার সুযোগ থাকছে।

টেস্টের টিকিট পাওয়া যাচ্ছে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামসংলগ্ন বুথ থেকে এই টিকিট কেনা যাবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিরপুর টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close