বিগ ব্যাশে খেলার অনুমতি পেলেন হারিস রউফ
ওয়াহাব রিয়াজ ও হারিস রউফের পালটাপালটি কথার অভিযোগের পর অনেকেই মনে করেছিলেন, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে রউফের খেলা আটকে যেতে পারে। তবে সেটা আর হয়নি। হারিসসহ তিন ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি।
হারিস রউফ মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিখ্যাত। তবে তার গতির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে রাখার পরিকল্পনা করেছিল পিসিবি। তবে হারিস ফিটনেস ইস্যু দেখিয়ে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি হননি। তখন পাকিস্তানের নতুন নির্বাচক ওয়াহাব রিয়াজের মনে হয়েছিল, বিগ ব্যাশ খেলতে মিথ্যা বলেছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। এ নিয়ে গণমাধ্যমে হারিসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হারিসের এমন ক্ষোভ প্রকাশের পর পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল, হারিসকে বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র না-ও দিতে পারে পিসিবি। তবে বিগ ব্যাশ শুরুর তিন দিন আগে হারিসসহ তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হারিস রউফ ছাড়াও অনাপত্তিপত্র পেয়েছেন জামান খান ও লেগ স্পিনার উসামা মীর।
পিডিএস/মীর