reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৩

রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব

সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানাতে গড়াই সেতু এলাকায় সমর্থকরা

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র বলে মনে করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি বয়োজ্যেষ্ঠদের কাছে শিখতে চান। রাজনীতিতে প্রবেশের পর বুধবার প্রথমবার মাগুরা এসে তিনি এ কথা বলেন।

মাগুরার জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীর উদ্দেশে সাকিব বলেন, ‘অনেকবার মাগুরায় এসেছি, সংবর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্যরকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর।’

এ সময় সাকিব আল হাসান মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাব।’

সাকিব বলেন, ‘আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কত ভালো কাজ করেছেন। তার এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন। আমরা দুজনে এক সঙ্গে কাজ করবে। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আশা করবে, আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।’

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়িবহর নিয়ে গড়াই সেতুতে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানানো হয়।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজনীতি,সাকিব আল হাসান,মাগুরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close