reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২৩

দ্রুত ফিরে গেলেন জয়-মুমিনুল, চাপে বাংলাদেশ

হাফ সেঞ্চুরি করে ধীরে ধীরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু পারলেন না তিনি ইনিংসকে তিন অংকের ঘরে পৌঁছে দিতে। ৮৬ রান করার পর ইশ সোধির বলে তিনি ক্যাচ তুলে দিলেন ড্যারিল মিচেলের হাতে। ১৬৬ বল খেলা ইনিংসটির অপমৃত্যু ঘটে গেল।

মাহমুদুল হাসান জয়ের আগে আউট হয়েছেন মুমিনুল হকও। ৭৮ বলে ৩৭ রান করে তিনি আউট হয়ে যান গ্লেন ফিলিপসের বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল বাংলাদেশের ব্যাটিং।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৫। ১ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম। তার সঙ্গী শাহাদাত হোসেন দিপু এখনও রানের খাতা খোলেননি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close