reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

ফাইনালে নতুন নিয়ম, ম্যাচ ‘টাই’ হলে যা হবে

কার হাতে উঠবে ট্রফি? ছবি : আইসিসি

২০১৯ বিশ্বকাপে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেটাঙ্গন। লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল নির্ধারিত ৫০ ওভারে ‘টাই’ হয়েছিল। এরপর সুপার ওভারও হয়েছিল ‘টাই’। ফলে বাউন্ডারির সংখ্যা বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হয় শিরোপাজয়ী।

ফাইনালে ইংলিশদের ২২ বাউন্ডারির বিপরীতে কিউইরা হাঁকিয়েছিল ১৪ বাউন্ডারি। অদ্ভুত এই আইনের সুবিধা নিয়ে প্রথমবার বিশ্বকাপের ট্রফি জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।

পরে অবশ্য এ নিয়ে বেশ বিতর্ক চলেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিও তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ব্যাপক সমালোচনার মুখে পরিবর্তন আনা হয় নিয়মে। আর প্রত্যাহার করা হয় নিয়মটি।

এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনালটি।

এবার যদি নির্ধারণ ৫০ ওভার এবং সুপার ওভারের ফল ‘টাই’ হয়; তাহলে কী হবে, এমন প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। এ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরো একবার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের ফল হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলবেই।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রিকেট,বিশ্বকাপ,ম্যাচ টাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close