reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

ভারত-অস্ট্রেলিয়া : পরিসংখ্যানে কে এগিয়ে?

১৩তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। এএফপির ফাইল ছবি

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো উড়ছে ভারত। একের পরে এক ম্যাচ জিতে বিস্ময় তৈরি করেছে দলটি। ভক্তদের আনন্দে ভাসাতে এবার শিরোপা জয়ের কাছাকাছি এসেছে রোহিত শর্মার দল। তবে শিরোপার প্রশ্নে ছাড় দিতে রাজি নয় আরেক ক্রিকেট জায়ান্ট অস্ট্রেলিয়া। ফাইনালের আগে দুদলের পরিসংখ্যানে এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক।

আজ রবিবার দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে জয় দিয়ে তৃতীয়বারের মতো শিরোপা তুলে নিতে চায় ভারত। আর অস্ট্রেলিয়া চায় ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে।

ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়া প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮০ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৫০টি ওয়ানডে খেলেছে তারা। যেখানে জয়ের পাল্লা ভারী অজিদের দিকে। ভারতের ৫৭ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার রয়েছে ৮৩ জয়। আর ১০টি ম্যাচ ফল ছাড়াই শেষ হয়েছে।

সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মাদের ৩ জয়ের বিপরীতে প্যাট কামিন্স বাহিনীর জয় রয়েছে ২টিতে। চলতি বিশ্বকাপে এখনো হারেনি স্বাগতিক ভারত। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরেছিল অজি বাহিনী। তবে এই দুই হারের পরে ঘুরে দাঁড়ায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা জয়ে এখন দলটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,অস্ট্রেলিয়া,বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close