reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

পর্তুগালের নয়ে নয়

টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো

টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দিনে লিখটেনস্টেইনকে জোড়া গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নয় ম্যাচ খেলে সবকটিতে জয় তুলে নিল পর্তুগাল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ‘জে’ গ্রুপে পর্তুগালের ২-০ গোলে জয়ের ম্যাচে অন্য গোলটি করেছেন জোয়াও কানসেলো।

র‌্যাঙ্কিং বা শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকলেও প্রথমার্ধে লিখটেনস্টেইনের জালে হানা দিতে পারেনি পর্তুগাল। রোনালদোর একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেক ফরোয়ার্ড গনসালো রামোসের হেড যায় বাইরে। বিরতিতে যাওয়ার আগে রোনালদোর ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ৩৮ বছর বয়সী তারকাকে হতাশ করা যায়নি দ্বিতীয়ার্ধে। ৪৬তম মিনিটেই দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আগের দুই ম্যাচে দুটি করে গোল করা এ তারকার চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ৮ ম্যাচে গোল হলো ১০টি। সবমিলিয়ে পর্তুগালের জার্সিতে তার গোল সংখ্যা হলো ১২৮টি।

রোনালদোর পর্তুগালকে জোড়া গোলের আনন্দে ভাসান কানসেলো। ৫৭ মিনিটে আন্তোনিও সিলভার লম্বা পাস দখলে নিয়ে ডান প্রান্ত ধরে এগিয়ে যান তিনি। তাকে রুখতে বক্সের বাইরে চলে যান লিখটেনস্টেইনের গোলরক্ষক। কিন্তু পারেননি। গোলরক্ষককে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী এ ফুটবলার।

জোড়া এগিয়ে যাওয়ার পর ৬৭ মিনিটে রোনালদোকে তুলে নেয় পর্তুগালের কোচ। এরপর আর কেউ পায়নি গোলের দেখা। যদিও ৮২ মিনিটে জালের দেখা পেয়েছিলেন রামোস। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেকাওদের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্তুগাল,রোনালদো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close