reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২২

আইয়্যারকে ফেরালেন ইবাদত, বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারত: ৯৪/৪ (২১ ওভার)

২০তম ওভারের শেষ বলে এবাদতের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন আইয়ার (২৪)। উইকেটরক্ষক মুশফিকুর রহিম নেন সহজ ক্যাচ।

এক ওভারে দুই শিকার, রোহিত-কোহলিকে ফেরালেন সাকিব

এক ওভারে দুই শিকার। সেটাও আবার ভারতের বড় দুই তারকা রোহিত শর্মা আর বিরাট কোহলি। ১১ তম ওভারে বল হাতে চমক দেখান সাকিব আল হাসান। তুলে নেন রহিত (২৭) এবং কোহেলির (৯) উইকেট।

এর আগে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগলো স্টাম্পে। পড়ে গেলো বেল। মেহেদি হাসান মিরাজ ভাঙলেন ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেছেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,কোহলি,রোহিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close