reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ইনস্টাগ্রাম

বার্তা লিখে দেবে ‘রাইট উইথ এআই’ টুল

অনেকে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিওর পাশাপাশি বার্তাও আদান-প্রদান করেন। তবে মাঝেমধ্যে ব্যস্ততার কারণে সময়মতো জরুরি বার্তা পাঠানো সম্ভব হয় না। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ব্যবহারকারীদের এমন সমস্যা দূর করার জন্য, এআই সুবিধার টুল যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এটি স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখতে সক্ষম।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে ‘রাইট উইথ এআই’ টুলটি। ব্যস্ততার সময়ে প্রয়োজন বুঝে পরিচিতদের দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে এর কার্যকারিতা পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। তারা অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে অ্যাপ-গবেষক আলেসান্দ্রো পালুজ্জি এক্সে নতুন টুলটির একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন।

গবেষক আলেসান্দ্রো পালুজ্জি জানান, এআই প্রযুক্তির মাধ্যমে বার্তা লেখার সুবিধা চালুর জন্য কাজ করছে ইনস্টাগ্রাম। গুগলের মেসেজেস অ্যাপে থাকা ম্যাজিক কম্পোজ টুলের আদলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে টুলটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাইট উইথ এআই,ইনস্টাগ্রাম,প্রযুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close