reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৩

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো ভারতজিপিটি

ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে টেক্কা দিতে প্রতিবেশি দেশ ভারত উদ্ভাবন করল ভারতজিপিটি নামের কৃত্রিম ‍বুদ্ধিমত্তা (এআই)।

এক ডজনের বেশি আঞ্চলিক ভাষায় পরিষেবা দিতে পারে ভারতজিপিটি। আলোড়ন ফেলে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজ মডেল বানিয়েছে বেঙ্গালুরুর এআই স্টার্টআপ কোরোভার এআই। এই প্রকল্পে ৩৩ কোটি রুপি বিনিয়োগ করতে পারে গুগল। ইতিমধ্যে নন-ইকুইটি ফান্ডিং হিয়াবে ৪ কোটি ১৬ লাখ রুপি দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সংস্থাটি।

প্রযুক্তির দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ওপর ভর করে পরিষেবায় গতি আনার লক্ষ্যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই দৌড়ে পিছিয়ে নেই ভারতের স্টার্টআপ সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় বেঙ্গালুরুর কোরোভার এআই এনেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভারতজিপিটি।

সংস্থা দাবি করেছে, এক ডজনের বেশি আঞ্চলিক ভাষায় পরিষেবা পাওয়া যাবে এখানে। আমেরিকার ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে চলেছে এই ভারত জিপিটি।

ওপেনএআইয়ে বর্তমানে সবথেকে বেশি বিনিয়োগ রয়েছে মাইক্রোসফটের। এবার ভারতজিপিটিতে বড় অংকের বিনিয়োগ করতে পারে টেক জায়েন্ট গুগল।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতজিপিটি,চ্যাটজিপিটি,কৃত্রিম বুদ্ধিমত্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close