reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২৩

আইফোন ১৬-তে টাচ আইডি নাও থাকতে পারে

ছবি : সংগৃহীত

টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন প্রযুক্তি নাও থাকতে পারে আইফোন ১৬-তে। সম্প্রতি ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমের সূত্রে একটি রিপোর্ট থেকে এমনটিই ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যমটি জানায়, তথ্যটি প্রথম প্রকাশ হয় চীনভিত্তিক মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে, যা প্রথমে ম্যাকরিউমরের দৃষ্টিগোচর হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আইফোনে টাচ আইডি ফিচার স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিকে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো তৃতীয় প্রজন্মের আইফোন এসই’র জন্য রাখা হয়েছে। রিপোর্ট থেকে আরও দেখা যায়, চতুর্থ প্রজন্মের আইফোন এসইতে টাচ আইডির বদলে ফেস আইডি থাকতে পারে।

তবে আরও একটি গুঞ্জন রয়েছে। তা হলো, আইফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আসতে পারে, তবে সেটা ২০২৬ সাল নাগাদ।

ইন্ডিয়াটুডে জানায়, ইতোপূর্বে ওয়েইবোর দেওয়া একটি ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল। সুতরাং এবারও আশা করা যাচ্ছে, এটিও সত্য হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাচ আইডি,আইফোন ১৬
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close