reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২২

আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের সন্তান মাহিন মাশরুর

ছবি : প্রতিদিনের সংবাদ

কয়দিন আগে উন্মোচন করা হয়েছে মার্কিন টেকনোজায়ান্ট এপলের যুগান্তকারি সৃষ্টি আইফোন ১৪ সিরিজ। বিশ্বে প্রায় ২০০ কোটি পিস সেলফোন বিক্রি করা এই প্রতিষ্ঠানটির ধারে কাছেও নেই বিশ্বের কোন মোবাইল ফোন তৈরি করা প্রতিষ্ঠান। আইফোনের চমকপ্রদ নকশা, প্রযুক্তিগত উৎকর্ষতা এটিকে দিয়েছে সেলফোনের জগতে সম্রাটের স্থান। বিশ্বখ্যাত এই আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কাজ করছে বাংলাদেশের সন্তান মাহিন মাশরুর। যতটুকু জানা যায় মাহিনই একমাত্র বাংলাদেশি যে প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে।

মাহিনের জন্ম ঢাকার উত্তরায়, ১৯৯৯ সালে। সে যখন উত্তরার ‘ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টারের চতুর্থ শ্রেণীর ছাত্র তখন বাবা মা’র সাথে চলে যায় কানাডায়। ২০১৮ সালে মাহিন ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং শিক্ষায় কানাডার মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ওয়াটারলু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।

ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি অসম্ভব আকর্ষণ মাহিনের। ওয়াটারলু ইউনিভার্সিটির নতুন নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্ত থেকে সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। এ বছরের প্রথম দিকে যখন সে তার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত তখন আবেদন করেছিল চাকুরির। ইলনমাস্কের টেসলা, স্পেসএক্স, এ্যাপল এবং অনেক কানাডিয়ান নামকরা প্রতিষ্ঠান থেকে সে ইন্টারভিউ এর ডাক পায়। মাহিন তার শেষবর্ষের পরীক্ষা শেষ করার আগেই ইন্টারভিউ এর চারটি ধাপ অতিক্রম করে এ্যাপলের আইফোন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয়ার সুযোগ পায়। গত ১৫ জুলাই সে যোগ দিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর ষ্টিভ জবস এর সেই বিখ্যাত ভবন এ্যাপল পার্কে। আইফোনের পরবর্তি সংস্করণের নক্সায় বাংলাদেশের এই তরুণ মেধাবীর সম্পৃক্ততা থাকবে।

মাহিনের বাবা-মা দুজনেই কৃষিবিদ। তার বাবার বাড়ি উত্তরের জেলা গাইবান্ধা জেলা সদরের পলাশপাড়ায়। দেশে তার বাবা মোমিনুল আজম চাকুরি করতেন বিসিএস (ডাক) ক্যাডারে আর মা মাহমুদা আনোয়ার বিসিএস (কৃষি) ক্যাডারে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১০ সালে পাড়ি জমান কানাডায়। মাহিনের বড় ভাই মুহিবও কানাডায় মেধার স্বাক্ষর রেখেছে। মুহিব ইউনিভার্সিটি অব টরন্টোর মেডিকেল স্কুলে পড়াশুনা করছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইফোন,মাহিন মাশরুর,ডিজাইন ইঞ্জিনিয়ার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close