মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

মঠবাড়িয়ায় অভিযানে ৪ চুল্লি ধ্বংস 

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দায়ে রিফাত হোসেন নামে ১ জনকে জরিমানা ও ৪টি চুল্লি ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল শনিবার বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে অভিযান চালিয়ে এসব চুল্লি ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম। রিফাত মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামের বাসিন্দা। ইউএনও আবদুল কাউয়ূম বলেন, পরিবেশ দূষণ করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫’ বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে পরিচালিত এ অভিযান আগামীতেও চলমান থাকবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,মঠবাড়িয়া,ভাটা,কয়লা,চুল্লি,ধ্বংস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close