অনলাইন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্তে বুধবার বৈঠকে বসছে আ.লীগ
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করতেই এই সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন