সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে 

এমপি দৌড়ে পদত্যাগ চেয়ারম্যান জামাই-শ্বশুরের 

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক মৎস ও পানি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার (২৯ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র নেওয়ার তথ্যটি নিশ্চিত করেন আব্দুল লতিফ বিশ্বাস।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসনে সংসদ নির্বাচন করতে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল লতিফ বিশ্বাসের জামাতা নুরুল ইসলাম সায়েদুল।

আব্দুল লতিফ বিশ্বাস বলেন, স্থানীয় নেতাকর্মী ও নির্বাচনী এলাকার জনগণের চাপে তিনি সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য চেয়ারম্যান পদ থেকে গতকাল মঙ্গলবার পদত্যাগ করে বুধবার মনোনয়নপত্র নিয়েছি।

এদিকে নুরুল ইসলাম সাজেদুল বলেন, সংসদ সদস্য নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেন। বুধবার জেলা নির্বাচন কার্যালয় থেকে চৌহালী-বেলকুচি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,চৌহালী,বেলকুচি,এমপি প্রার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close