কুষ্টিয়া প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৩

চাপ থাকতে পারে, তবে যথাসময়ে নির্বাচন : হানিফ

যেহেতু দু-একটি দল নির্বাচনে আসছে না তাই চাপ থাকতে পারে; তবে সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন হবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। দু-একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে হামলা করে গাড়িঘোড়া ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। এসব কারণে হয়তো কমিশন অস্বস্তিবোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না।’

বুধবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, ‘৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরই বোঝা যাবে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ আছে, না অন্য দলও আছে। এরই মধ্যে জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ২৮ থেকে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, এটা বলা ঠিক নয়।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কী বক্তব্য দিচ্ছেন, সেটা নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। ভোটের উৎসব শুরু হয়ে গেছে। যারা এই উৎসব থেকে দূরে আছেন, তারা মনের কষ্টে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।’

মতবিনিময়ের সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,মাহবুবউল আলম হানিফ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close