reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২৩

`তারেক রহমানকে মানতে না পারা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন'

ছবি : সংগৃহীত

তারেক রহমানকে নেতা হিসেবে মানতে না পারা বিএনপি নেতারা নির্বাচনে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা (বিএনপি নেতা) নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন, বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্রমন্ত্রী,বিএনপি,নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close