reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আ.লীগ

ফাইল ছবি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার ১৮ নভেম্বর থেকে। তবে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

তবে আজ শুক্রবার ভার্চুয়ালি নিজের জন্য মনোনয়ন ফরম কিনবেন প্রধানমন্ত্রী। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। সভা থেকেই তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

সারা দেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা শনিবার (১৮ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন।

আওয়ামী লীগের পাঠানো বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,ফরম বিক্রি,প্রধানমন্ত্রী,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close