reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২৪

শ্রমিক-মালিক একে অন্যের স্বার্থ রক্ষা করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রমিক-মালিক উভয়কেই একে অন্যের স্বার্থ রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবির ওপর মালিক পক্ষের শ্রদ্ধাশীল হতে হবে, ঠিক একইভাবে শ্রমিক পক্ষকেও মালিক এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিক চেষ্টা করতে হবে।

সোমবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে প্রতিমন্ত্রী সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদ-পূর্ববর্তী সময়ে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব ধরনের দাবি নিরসনে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) এই বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা (ব্যবস্থাপনা) আইন-২০২৪-এর খসড়া শ্রমিক, মালিক এবং সরকার পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিসিসি,ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ,শ্রম প্রতিমন্ত্রী,নজরুল ইসলাম চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close