reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২৪

বায়ুদূষণের তালিকায় ১৭ নম্বরে ঢাকা

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনসহ নানা করণে বিশ্বের বিভিন্ন দেশের বড়-ছোট শহরগুলোর বাতাসে দিন দিন বাড়ছে দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষণের কবলে রয়েছে। অবশ্য গত কয়েক দিনে শহরটির বাতাসে দূষণ কিছুটা হলেও কমেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানাল এদিন ঢাকার বাতাস মাঝারি অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে বেশি দূষণ রয়েছে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র কিনশাসা।

এদিন সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৭তম নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। যা বায়ুমানের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বায়ুদূষণ,ঢাকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close