reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুন, ২০২৪

ঢাকা মেডিকেলে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সৈয়দ মোহাম্মদ তিতুমীর (৬৭) নামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. সুজন মিয়া বলেন, সৈয়দ মোহাম্মদ তিতুমীর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত সৈয়দ হাসান আলী। তার হাজতি নম্বর ২৩১০০/২৪।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ থেকে একজন যুদ্ধাপরাধীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুদ্ধাপরাধীর মৃত্যু,কারাবন্দি,ঢামেক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close