reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুন, ২০২৪

বায়ুদূষণের তালিকায় ১০ নম্বরে ঢাকা

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৯৬ স্কোর নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে ঢাকা।

শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে।

এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ভিয়েতনামের হ্যানয় ১৮০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয়, উগান্ডার কাম্পালা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় এবং পাকিস্তানের লাহোর ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস,বায়ুদূষণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close