reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০২৪

সকালের বৃষ্টিতে বায়ুমানে স্বস্তি

প্রতিনিধিত্বশীল ছবি

রাজধানীতে গত কয়েক দিন ধরে চলা ভ্যাপসা গরমের মধ্যে আজ সকালে মাঝারি বৃ্ষ্টিপাত হয়েছে। এতে গরমে যেমন স্বস্তি মিলেছে, তেমনি ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার সকাল ৬টার পর অন্ধকার হয়ে যায় ঢাকার আকাশ। ৭টার দিকে নামে ঝুম বৃষ্টি। বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বৃষ্টি। এতে কোথাও কোথাও পানিও জমে যায়। তবে বৃষ্টির কারণে অফিসগামী নগরবাসীকে পড়তে হয় ভোগান্তিতে।

এদিকে বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮৮। যা দূষণের বিবেচনায় মাঝারি হিসেবে গণ্য। এ স্কোর নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৫তম স্থানে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,বৃ্ষ্টি,বায়ুর মান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close