reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

সৌদি গেলেন ৩৯ হাজার হজযাত্রী

আরো একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার বাংলাদেশি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে গিয়ে আরো একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম মুরতাজুর রহমান (৬৩), পাসপোর্ট নম্বর এ১৩১৩১৭৯৩। এ পর্যন্ত সৌদি আরবে পাঁচজন হজযাত্রী/হাজি মারা গেছেন, যাদের সবাই পুরুষ। পাঁচজনের মধ্যে মক্কায় তিনজন ও মদিনায় দুজন মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত ৩৮ হাজার ৯৯০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৫ হাজার ২৪৩ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close