reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। ফাইল ছবি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৫৪ স্কোর নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে ঢাকা।

শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। বৃহস্পতিবার সকালেও ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ১৭১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় এবং ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close