reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২৪

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রার্থী। বুধবার রাতে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এবারের পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রত্যাশী। এর মধ্যে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে মোট পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই চাকরি প্রার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে, যা হতে পারে জুলাইয়ের শুরুতে। এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা,এনটিআরসিএ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close