অনলাইন ডেস্ক
১৩ মে, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীক নিয়ে আজ থেকে প্রচারে নামবেন প্রার্থীরা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এই ধাপের ভোট উপলক্ষে সোমবার প্রতীক নিয়ে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।
রবিবার ছিল এ ধাপের ১১২ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারে নামবেন তারা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার বন্ধ থাকে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন