
২৪ এপ্রিল, ২০২৪
শাহবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মৃত ব্যক্তির প্রতীকী ছবি। গেটি ইমেজ
রাজধানীর শাহবাগের শেখ হাসিনা জাতীয় বার্নের পেছন থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. সেলিম জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছন থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন