reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০২৪

২১ নাবিক ফিরবেন জাহাজে, দুজন বিমানে

সোমালিয়ায় জলদস্যুদের হাত থেকে মুক্ত পাওয়া এমভি আবদুল্লাহর ২১ নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন। এ ছাড়া দুজন নাবিক সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছে বিমানে ফিরবেন।

নাবিকদের নিজ নিজ ইচ্ছায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। বুধবার এ তথ্য জানিয়েছেন কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

তিনি বলেন, এমভি আবদুল্লাহ আগামী ২২ এপ্রিল সকালে আল হারমিয়া বন্দরে পৌঁছবে। সেখান থেকে দুজন নেমে গিয়ে বিমানে করে দেশে ফিরবেন। বাকিরা জাহাজে ফিরবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমভি আবদুল্লাহ,২১ নাবিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close