reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০২৪

অর্থমন্ত্রী বললেন

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরই মধ্যে বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।

আইএমএফ বলেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আজ প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়।

তবে একই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে, তারা খুশি না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অর্থমন্ত্রী,জিডিপি,আবুল হাসান মাহমুদ আলী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close