reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০২৪

ব্যবসায়ী আমির হোসেনের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

কুয়েতের স্বনামধন্য ব্যবসায়ী এবং মনোহরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের অন্যতম সক্রিয় সদস্য আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ১০ই এপ্রিল কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই শিক্ষানুরাগী, সমাজসেবক।

কুমিল্লা শহরে নতুন চৌধুরী পাড়ার বাসিন্দা আমির হোসেন মৃত্যুকালে ৩ মেয়েসহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি অসংখ্য মসজিদ, মাদরাসা, ঈদগাহসহ মনোহরগঞ্জ উপজেলায় এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অগ্রনী ভূমিকা পালন করেন।

আমির হোসেনের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইঞ্জিনিয়ার মামুন আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুননাহার লাঈলী এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাবু সুজিত রায় নন্দী। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম দুলাল পাটোয়ারী এবং শাহরাসতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কামরুজ্জামান মিন্টু।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close