reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২৪

স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে মামলা করলেন জল্লাদ শাহজাহান

ছবি : সংগৃহীত

স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনূর বেগমসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

রবিবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসানের আদালতে প্রতারণার অভিযোগে এই মামলার আবেদন করেন তিনি।

আদালত এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অপর আসামিরা হলেন শাহজাহানের শ্বশুরবাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

জল্লাদ শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা দায়ের শেষে আদালত থেকে বেরিয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যৌতুকের মামলা করে।

তিনি আরও বলেন, আমি আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে আমি ন্যায়বিচার পাবো বলে আশা করি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জল্লাদ শাহজাহান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close