reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৪

বায়ুদূষণের তালিকায় তৃতীয় ঢাকা

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

স্বস্তির খবর নেই ঢাকার বাতাস নিয়ে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বাড়ছে বায়ুদূষণ। আজ সকাল ৭টা ৫৩ মিনিটের দিকে রাজধানীর বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর বলে জানায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে আলো ঝলমল থাকলেও আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। শহরটির স্কোর ২৩৩। আর দ্বিতীয় অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৯১, তৃতীয় অবস্থানে ঢাকা, যার স্কোর ১৯০ এবং ১৮৬ স্কোর নিয়ে চর্তুথ অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। পঞ্চম অবস্থানে চীনের উহান, যার স্কোর ১৭৭।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইকিউএয়ার,বায়ুদূষণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close