বেইলি রোডে ভয়াবহ আগুন
গ্লাস ভেঙে বের করা হচ্ছে আটকে পড়াদের, আহত ১০ ঢামেকে
রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনে থাকা কাচ্চি ভাই, পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ কয়েকটি রেস্টুরেন্টের কর্মচারীসহ অনেকে আটকা পড়েছে বলে জানা গেছে। অনেককে ভবনের গ্লাস ভেঙে মই দিয়ে নিচে নামাতে দেখা গেছে।
পথচারী ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনের রেস্টুরেন্টগুলোতে মানুষ দেখা গেছে। আগুন ভবনের চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে এসব মানুষ সেখানে আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
এদিকে আগুনে আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের জরুরি চিকিৎসা চলছে।
তাদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন: শাকিল (২৪), উজ্জ্বল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আগুন লাগা ওই ভবনের বিভিন্ন তলায় আটকে পড়েছিলেন তারা। যখন আগুন দেখতে পান তখন তাড়াহুড়ো করে বিভিন্নভাবে সেখান থেকে নামতে গিয়ে আহত হয়েছেন তারা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি তিনি।
ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এ ছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।