নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই। বাংলাদেশ সময় বুধবার দুপুর দেড়টার দিকে তিনি নিউইয়র্কের ফ্লাশিং হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিটল কমরেড নামে সমধিক পরিচিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা। তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, তার আগে গঠিত নিউক্লিয়াসের সংগঠক ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা লিটল কমরেড রফিকুল ইসলাম ১৯৫২ সালের ১ এপ্রিল ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন তিনি ‘বীর বাঙ্গালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ শিরোনামে লিফলেট নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হন। নিউক্লিয়াসের সক্রিয় কর্মী হিসেবে ১৯৭১-এ ফার্স্ট ব্যাচে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ট্রেনিং নিয়েছিলেন আসামের হাফলংয়ে। ট্রেনিং শেষে তিনি কামরুল আলম খান খসরুর গ্রুপে পলিটিক্যাল কমিশার হিসেবে যোগ দেন। তাদের অবস্থান ছিল ডেমরা এলাকায় এবং যুদ্ধক্ষেত্র ছিল ঢাকা শহর।
পিডিএস/জেডকে