মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর সুলতান মাহমুদ সেতুর কাছে জালান টেঙ্কু মিজান এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মোস্তফা মোল্লা (৩৯) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুয়ালা তেরেঙ্গানু জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান সুপারিনটেনডেন্ট ওয়ান মো. জাকি ওয়ান ইসমাইল বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবাসী ওই বাংলাদেশি একটি সুপার মার্কেটের ডিউটি শেষে বাসায় ফেরার সময় স্থানীয় কামপুং পাদাং হিলিরানের দিক থেকে তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
এমন সময় অপর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থল থেকে প্রায় কয়েক মিটার দূরে গিয়ে পড়েন ওই বাংলাদেশি। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মোস্তফা মোল্লার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় সুলতানাহ নূর জাহিরাহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, দেশটির সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১(১) ধারা অনুযায়ী মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।