reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৪

ডিসি সম্মেলন ৩ থেকে ৬ মার্চ

ফাইল ছবি

আগামী ৩ থেকে ৬ মার্চ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখা থেকে জানানো হয়েছে, চার দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিসি সম্মেলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close