reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২৪

দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ

ফাইল ছবি

রাজধানী ঢাকার বাতাস মঙ্গলবারও অস্বাস্থ্যকার অবস্থায় রয়েছে। আর বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা চীনের চ্যাংডুর বাতাসের অবস্থা আরো ভয়াবহ।

আজ সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৭২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা, যা অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত।

এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৪১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের চ্যাংডু। আর ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮৩ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭১।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দূষিত শহর,ঢাকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close