reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

আইকিউএয়ারের তথ্য

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া

গত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবারও ঢাকার বাতাসে ভয়াবহ দূষণ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আজ সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৩৩৫ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

এ ছাড়া দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২১২। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ১৭৭, ১৭৬ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইকিউএয়ার,দূষিত শহর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close