reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

৪৬তম বিসিএসের প্রিলি কবে, জানা যাবে বিকেলে

ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার বিকেল ৩টায় এ নিয়ে কমিশন সভা হওয়ার কথা রয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে এ তারিখ ঠিক করা হয়েছে। পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে কমিশনের সভা ডাকা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আমরা সভা ডেকেছি। সভায় সিদ্ধান্ত হলে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরকারি কর্ম কমিশন,পিএসসি,প্রিলিমিনারি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close