reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

শৈত্যপ্রবাহের বিদায়, বাড়বে তাপমাত্রা

ছবি : সংগৃহীত

শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে, বাড়ছে তাপমাত্রা। পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে। একইসঙ্গে ঝরবে বজ্রসহ বৃষ্টি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া দফতরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

পূর্বাভাস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার রাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া বুধবার (১৪ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আগামী কয়েকদিনে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাপমাত্রা,শৈত্যপ্রবাহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close