জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দেবর-বৌদি
রাজধানীর কদমতলী থানার জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই জন দগ্ধ হয়েছেন। সম্পর্কে তারা দেবর ও বৌদি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- বিনা রানি দাস (৩৮) ও তার দেবর বনমালী দাস (৩০)।
দগ্ধ বনমালী দাস বলেন, আমার বৌদি দুইতলা ভবনের নিচতলায় সন্ধ্যা সময় রান্না করতে যায়। এ সময় গ্যাস লিকেজ করে হঠাৎ আগুন ধরে যায়। পরে বৌদিকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই। দগ্ধ অবস্থায় আমাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমার ও বৌদির শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কদমতলী জুরাইনের ঋষিপাড়া এলাকা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজন মেডিকেল বার্নের জরুরি বিভাগে এসেছেন। বার্নের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি।