
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
তুরাগতীরে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার।
এ পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এরই মধ্যে মুসল্লির ঢলে ভরে গেছে প্রায় পুরো ইজতেমা মাঠ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বয়ান।
শুক্রবার ভোরে ফজরের নামাযের পর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভীর আ’মবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। আজ জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন