নিজস্ব প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাৎকালে সুপেয় পানিসহ বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী সরবরাহ ও দারিদ্র্যবিমোচনে সমবায় শক্তিশালীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব ক্ষেত্রে রাশিয়ার অর্থায়নের বিষয়টিও উঠে আসে আলোচনায়।

এ সময় বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close