reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

মৃত ব্যক্তির প্রতীকী ছবি। গেটি ইমেজ

ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নেওয়ার পর ফারুক হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১২টার দিকে মারা যান তিনি। ঢামেকের কর্তব্যরত এক চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আনিস শেখ জানান, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি, এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মো. ফারুক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসাবে ছিলেন। তার বাবার নাম সুরুজ্জামান। তবে কী মামলার আসামি ছিলেন, সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাজতির মৃত্যু,ঢাকা কেন্দ্রীয় কারাগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close