reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

বৃষ্টিতেও কাঙ্ক্ষিত মানে ফেরেনি ঢাকার বাতাস

গত কিছু দিন ধরে রাজধানী ঢাকার বায়ু বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তকমা পেয়েছে কয়েক দিন। এর মধ্যে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি ঝরে। প্রায় ৪৪ মিলিমিটার বৃষ্টিতেও কাঙ্ক্ষিত মানে ফেরেনি ঢাকার বাতাস।

শুক্রবার সকাল ৮টা ৩৬ মিনিটে ঢাকার বাতাসের মান ছিল ‘মধ্যম’পর্যায়ে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮২ নিয়ে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৭তম।

ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের লাহোর এবং কুয়েতের কুয়েত সিটি যথাক্রমে ২০০, ২০০ এবং ১৮৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’বা ‘গ্রহণযোগ্য’পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close