প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০২৩

আজকের এই দিনে

আজ ৬ ডিসেম্বর, বুধবার। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবলস্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা।

আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। এসব তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

৭৩১ সালের এই দিনে সমরখন্দের তৃতীয় যুদ্ধ শুরু হয়।

১২৪০ সালের এই দিনে মোঙ্গল আক্রমণে রুশ সাম্রাজ্য থেকে কিয়েভ বিচ্ছিন্ন হয়। কিয়েভ মঙ্গল নেতা বাটু খানের আওতায় আসে।

১৪৯২ সালের এই দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিষ্কার করেন।

১৫৩৪ সালের এই দিনে ইকুয়েডরের কুইটো শহর স্প্যানিশ ঔপনিবেশিক সেবাস্টিয়ান ডি বালকাজার দ্বারা প্রতিষ্ঠিত হয়।

১৭৬৮ সালের এই দিনে বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়।

১৭৯০ সালের এই দিনে আমেরিকার কংগ্রেস স্থান পরিবর্তন করে নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে চলে আসে।

১৮৪৯ সালের এই দিনে আমেরিকার মৃত্যুদণ্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।

১৮৫৭ সালের এই দিনে কানপুরের যুদ্ধে স্যার কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়।

১৮৬৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।

১৮৭৭ সালের এই দিনে পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।

১৮৭৭ সালের এই দিনে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করতে সক্ষম হন।

১৮৮৪ সালের এই দিনে ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়।

১৮৯৭ সালের এই দিনে লন্ডন বিশ্বের প্রথম শহর হিসেবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close